অনাস্থা ভোটের মুখে পড়ার পর থেকে পাকিস্তানে সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটিতে আগাম নির্বাচনের আলাপ তুলছিলেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর এই দাবিতে তিনি আরও বেশি সরব হয়েছেন।
এই পরিস্থিতির মধ্যে পাকিস্তানের নতুন তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব পাকিস্তানের নির্বাচন নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, সরকারের মেয়াদ শেষ হলেই কেবল নির্বাচন হবে।
শুক্রবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর মুখপাত্র এবং নতুন তথ্যমন্ত্রী বিদায়ী পিটিআই সরকার এবং ইমরান খানের তীব্র সমালোচনা করে বলেন, এবার নির্বাচন হলে আর আগের মতো ফলাফল হস্তান্তর ভুল হবে না। তিনি আরও বলেন, এবার আর আগের মতো ব্যালট বক্স চুরি হবে না, নির্বাচন কর্মকর্তারা নিখোঁজ হবেন না।
পাকিস্তানের মানুষ ভুল থেকে শিক্ষা গ্রহণ করেছে এবং ইমরান খানকে পুনরায় ভোট দেবে না দাবি করে তিনি বলেন, ইমরান খান একজন ‘মিথ্যুক এবং খল’ মানুষ সেটা জেনে গেছে।
এদিকে বৃহস্পতিবার লাহোরে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে আরও একবার দলের শক্তি প্রদর্শন করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। বৃহস্পতিবার এই কর্মসূচি থেকে রাজধানী ইসলামাবাদে আসতে নেতা–কর্মীসহ সাধারণ জনগণকে প্রস্তুত থাকতে বলেছেন দলের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সূত্র: ডন
বিডিপ্রতিদিন/কবিরুল