রাশিয়ার সেনা অভিযানে জীবনের ঝুঁকি নিয়ে ইউক্রেনে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকদের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
হোয়াইট হাউজে তিনি বলেন, ‘একটা বিষ আমাদের গণতন্ত্রের মধ্য দিয়ে যাচ্ছে। চারিদিকে ভুয়া খবরের পরিমাণ অনেক বেড়েছে।’
এখন মার্কিন সাংবাদিকরা অনেক মুক্তভাবে কাজ করতে পারছে বলে মনে করেন বাইডেন। হোয়াইট হাউজে শনিবারের নৈশভোজ থেকে পুতিনকে ব্যঙ্গ করে তিনি বলেন, ‘এটা সত্যিই ভালো খবর, আপনারা এখন মার্কিন প্রেসিডেন্টকে নিয়েও ব্যঙ্গ করতে পারেন। এবং আপনাদের মস্কোর মতো জেলেও যেতে হয় না।’
এই অনুষ্ঠানে ইউক্রেনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারানো সাংবাদিকদের প্রতি সম্মানও জানান বাইডেন।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল