চীনের হুনান প্রদেশে ৮ তলা একটি ভবন ধসে কমপক্ষে ২৩ জন আটকা পড়েছেন। এ ঘটনায় আরও ৩৯ জন নিখোঁজ রয়েছেন। দেশটির জরুরি উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে কাজ করছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে এই তথ্য জানানো হয়েছে।
শুক্রবার স্থানীয় সময় বিকালে হুনানের চাংশা শহরের ওই ৮ তলা ভবন হঠাৎ ধসে পড়ে। ওই ভবনে সিনেমা হল, আবাসিক স্পেস ও শপিংমল ছিল। ভবন ধসের ঘটনায় ৩৯ জন নিখোঁজ রয়েছেন। শনিবার সিটি কর্তৃপক্ষ ভবন ধসের বিস্তারিত তুলে ধরেন বলেন, এ পর্যন্ত ৫ ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শহরটির মেয়র ঝেং জিয়ানসিন জানিয়েছেন, উদ্ধার কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করছেন। এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে কী কারণে ওই ভবন ধসে পড়েছে, সেটি এখনো জানা যায় নি।
এদিকে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং যেকোনো মূল্যে আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন।
অভিযোগ রয়েছে, চীনে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি ও সঠিক তদারকির অভাবে অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে বহুতল ভবন নির্মাণ করা হয়। ফলে কিছুদিন পরপর দেশটির বিভিন্ন জায়গায় ভবন ধসের ঘটনা ঘটে। এর আগে ২০২১ সালের জুন মাসে একটি ভবন গ্যাস বিস্ফোরণে ২৫ জন নাগরিক নিহত হন।
বিডি প্রতিদিন/আবু জাফর