রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বাস করেন, ইউক্রেনে যুদ্ধের পরিধি বাড়ালে রাশিয়ার লাভ হবে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক উইলিয়াম বার্নস এই মন্তব্য করেছেন।
তবে প্রেসিডেন্ট পুতিন যুদ্ধে মনোযোগী হলেও কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না বলেও বিশ্বাস সিআইএ’র।
সিআইএ পরিচালক বলেন, পুতিন এমন একটি মানসিক অবস্থার মধ্যে রয়েছেন যেখানে তিনি বিশ্বাস করেন না যে, ইউক্রেন যুদ্ধে তিনি পরাজিত হতে পারেন। সোভিয়েত ইউনিয়নের অংশ ইউক্রেন ইস্যুতে বছরের পর বছর ধরে ‘উদ্বেগের’ মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট পুতিন। সূত্র: রয়টার্স
বিডিপ্রতিদিন/কবিরুল