ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই জানিয়েছেন, বেলোগোরোভকা এলাকায় স্কুলে হামলার ঘটনায় ধ্বংস্তুপের নীচে অনেক মানুষ চাপা পড়ে আছে, আশঙ্কা করা হচ্ছে তাদের সবাই মারা যেতে পারেন।
মেয়র এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন, ‘ভবনের ধ্বংসস্তুপে আটকে পড়া ৬০ জনের সবাই সম্ভবত মারা যাবেন।’
জরুরি সেবাদাতারা ওই প্রতিষ্ঠান থেকে এখন পর্যন্ত ৩০ জনকে উদ্ধার করতে পেরেছেন। যাদের মধ্যে সাত জন আহত হয়েছে।
এখনও রাশিয়া কিংবা ইউক্রেনের সেনাবাহিনী কেউ এই হামলার বিষয়ে কোনও তথ্য দেয়।
ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি সেনা অভিযান শুরু করার আগেই লুহানস্ক ও দোনেস্ককে স্বাধীন অঞ্চল হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল