রাশিয়ার একাধিক স্যাটেলাইট টেলিভিশনে যুদ্ধবিরোধী বার্তা প্রকাশিত হয়েছে।
সোমবার রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বিরুদ্ধে ৭৭তম বিজয় দিবস উদযাপন করে। রুশ স্যাটেলাইট টেলিভিশন মেনাস টিভির ফুটেজে প্রচারিত ছবিতে— প্রত্যেকটি টিভি চ্যানেলে যুদ্ধবিরোধী স্লোগান দেখা গেছে।
টিভিতে প্রকাশিত হওয়া একটি বার্তায় লেখা ছিল— ‘আপনার হাতে হাজারও ইউক্রেনীয় এবং শত শত শিশুর রক্ত’। আরেকটিতে লেখা ওঠে— ‘টেলিভিশন এবং কর্তৃপক্ষ মিথ্যা বলছে, যুদ্ধকে না বলুন’।
তবে তাৎক্ষণিকভাবে এটা জানা যায়নি, রুশ টেলিভিশনগুলোতে কিভাবে ইউক্রেনপন্থী বার্তা উঠল। কেউ কেউ বলছেন, টিভি নেটওয়ার্ক হ্যাক করে এটা করা হয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, আরেকটি নিউজ ওয়েবসাইটে যুদ্ধবিরোধী উপাদান লেখা ওঠে। তবে লেখা উঠার সঙ্গে সঙ্গে তা অদৃশ্য হয়ে যায়।
সোমবার প্রেসিডেন্ট পুতিন বিজয় দিবসের প্যারেড প্রত্যক্ষ করেন। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি ইউক্রেন যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিবিরোধী যুদ্ধের সঙ্গে তুলনা করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল