২১ মে, ২০২২ ১০:১৭

ইউক্রেনে লড়াই জোরদার করতে রাশিয়ার নতুন উদ্যোগ, বাড়াচ্ছে সেনাবাহিনীতে যোগদানের বয়সসীমা

অনলাইন ডেস্ক

ইউক্রেনে লড়াই জোরদার করতে রাশিয়ার নতুন উদ্যোগ, বাড়াচ্ছে সেনাবাহিনীতে যোগদানের বয়সসীমা

নিজ দেশের নাগরিকদের জন্য সামরিক বাহিনীতে নিয়োগের বয়সসীমা বাড়াচ্ছে রাশিয়া। ইউক্রেনের বিরুদ্ধে লড়াই জোরদার করতে সেনা সংখ্যা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে শুক্রবার বিভিন্ন গণমাধ্যমের খবরে উঠে এসেছে।

পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমার ওয়েবসাইটে জানানো হয়েছে, এই পদক্ষেপ সেনাবাহিনীকে বয়স্ক পেশাদারদের দক্ষতা কাজে লাগাতে সাহায্য করবে।

এতে বলা হয়েছে, “অত্যন্ত নির্ভুল অস্ত্রের ব্যবহার, অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিচালনার জন্য পেশাদার বিশেষজ্ঞ প্রয়োজন। অভিজ্ঞতায় দেখা গেছে, তারা ৪০ থেকে ৪৫ বছর বয়সে এমন পরিণত হন।”

বর্তমানে নিজ দেশের নাগরিকদের রুশ সেনাবাহিনীতে যোগদানের সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর এবং আর বিদেশিদের জন্য সর্বোচ্চ ৩০ বছর।

৮৭ দিনের ইউক্রেন যুদ্ধে রাশিয়া বিশাল বিপর্যয়ের মুখে পড়েছে এবং দেশটির সেনা সদস্য ও সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে লড়তে অবশ্য ইউক্রেন তাদের সব পুরুষ নাগরিককে কাজে লাগাচ্ছে।

অবসরপ্রাপ্ত মার্কিন জেনারেল বেন হজেস বলেন, “স্পষ্টতই, রাশিয়ানরা সমস্যায় পড়েছে। এটি তাদের জনসংখ্যাকে সতর্ক না করে জনবলের ঘাটতি মোকাবেলার সর্বশেষ প্রয়াস। কিন্তু ক্রেমলিনের জন্য ইউক্রেনে তাদের ব্যর্থতা ঢাকা ক্রমেই কঠিন হয়ে উঠছে।” সূত্র: রয়টার্স

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর