শিরোনাম
২৩ মে, ২০২২ ১৭:৪৪

আত্মসমর্পণকারী ইউক্রেনীয় সেনাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে: রিপোর্ট

অনলাইন ডেস্ক

আত্মসমর্পণকারী ইউক্রেনীয় সেনাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে: রিপোর্ট

দোনেতস্ক প্রজাতন্ত্রের প্রধান নেতা দেনিশ পুশিলিন

ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলের আজভস্তাল ইস্পাত কারখানার আত্মসমর্পণকারী সেনাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে। দোনেতস্ক প্রজাতন্ত্রের প্রধান নেতা দেনিশ পুশিলিনের বরাতে রুশ সংবাদ মাধ্যম আরআইএ-নভোস্তি এই খবর প্রকাশ করেছে।

সিএনএনের খবরে বলা হয়েছে, আত্মসমর্পণকারী ইউক্রেনীয় সেনাদের দোনেতস্কে আনা হচ্ছে।

প্রজাতন্ত্রের প্রধান নেতা দেনিশ পুশিলিন বলেছেন, আন্তর্জাতিক ট্রাইবুনাল গঠন করে তাদের বিচার করা হবে। তবে বিচারে কী ধরনের শাস্তির মুখোমুখি করা হতে পারে তা বলেননি তিনি।

সম্প্রতি ইউক্রেনের দক্ষিণ বন্দরনগরী মারিউপোলের অন্তত ২৪শ ইউক্রেনীয় সেনা রুশপন্থী যোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেন। তাদের ভাগ্যে কী ঘটবে এমন আশঙ্কার মধ্যে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা জানান— আত্মসমর্পণকারী সেনাদের ভাগ্য নির্ধারণ করবে আদালত

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর