যুদ্ধ-পরবর্তী দেশগড়ার পরিকল্পনা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে’ অংশ নিয়ে জেলেনস্কি তার দেশে ব্যাপক অর্থনৈতিক সুযোগের আশাবাদ ব্যক্ত করেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, প্রতিবেশীকে ধ্বংস করে আমাদের সব শহর এবং শিল্প পুনঃনির্মাণ করব।অঙ্গীকার করে জেলেনস্কি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটা হবে সর্বোচ্চ পুনঃনির্মাণ উদ্যোগ। তিনি একটি পরিকল্পনার রূপরেখা প্রকাশ করেন যার আওতায় কোম্পানিসমূহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চল পুনঃনির্মাণে সরকারের পৃষ্ঠপোষকতা পাবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমরা ঐতিহাসিক একটি সুযোগের প্রস্তাব দেব। বিশ্ব সম্প্রদায়কে এই প্রচেষ্টায় সহায়তার আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন, যুদ্ধপরবর্তী পুনঃনির্মাণ হবে দ্রুত এবং কার্যকর।
সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল