শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধরা। দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
সিএনএনের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বাসভবনে ছিলেন না। আগেই তিনি নিরাপদ জায়গায় চলে যান।
স্থানীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন ধরিয়ে দেওয়ার লাইভ ফুটেজ প্রচার করা হয়েছে। এতে বাসভবনে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। ভবনের পাশে বিক্ষোভকারীদেরও দেখা গেছে।
শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানী কলম্বোর পঞ্চম লেনে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাসভবন অবস্থিত। প্রধানমন্ত্রী সেখানে পরিবারসহ বসবাস করতেন। এটা সরকারি বাসভবন টেম্পল ট্রি’স থেকে আলাদা।
রনিল বিক্রমাসিংহে হামলার পূর্বেই সব দলের অংশগ্রহণে সরকার গঠনে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।
এর আগে শনিবার সকাল থেকে সারা দেশের হাজার হাজার মানুষ বাস, ট্রাক ও অন্যান্য যানবাহনে করে কলম্বোর বিক্ষোভে যোগ দেন। সেখান থেকে প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসের বাসভবনের দিকে যাওয়ার পথে সেনাবাহিনী এবং পুলিশের সদস্যদের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে তিন ডজনের বেশি পুলিশ, সৈন্য ও বিক্ষোভকারী আহত হয়েছেন। পরে বিক্ষোভকারীরা সব ধরনের প্রতিবন্ধকতা মাড়িয়ে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বাসভবনে ঢুকে পড়েন। তার বাসভবনে তাণ্ডব চালান বিক্ষুব্ধরা।
বিডিপ্রতিদিন/কবিরুল