ডলারের বিপরীতে আজ শুক্রবারও কমেছে পাকিস্তানি রুপি দাম। দেশটির আন্তঃব্যাংক বাজারে এদিন এক ডলার কিনতে ব্যয় করতে হয়েছে ২২৮.৫০ রুপি।
ফরেক্স অ্যাসোসিয়েশন পাকিস্তান জানিয়েছে, আগের দিনের তুলনায় শুক্রবার ৭৫ পয়সা কমেছে রুপির দাম।
উচ্চহারে বিদেশি ঋণ পরিশোধ ও আমদানি খরচ বেড়ে যাওয়াকে এই পরিস্থিতির জন্য দায়ী করছে পাকিস্তানের অর্থনীতিবিদরা।
এছাড়াও গোটা বিশ্বেই ডলারের বিপরীতে বিভিন্ন দেশের মুদ্রার অবনমন হচ্ছে।
তবে সহসা এই পরিস্থিতির উন্নতি হবে না বলেও আশঙ্কা করছেন অনেক বিশেষজ্ঞ। উল্টো সামনের দিনগুলোতে রুপির মান আরও কমার শঙ্কা করা হচ্ছে।
সূত্র: ডন
বিডি প্রতিদিন/নাজমুল