বহু বছরের বিতর্কের পর পুরুষ সমকামিতাকে নিষিদ্ধ করে প্রণীত আইনের একটি ধারা বাতিল করতে যাচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের প্রধামন্ত্রী লি সিয়েন লুং রবিবার জাতীয় টেলিভিশনে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘দীর্ঘদিন পরে হলেও আমরা একটি সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছি। এটি এমন একটি সিদ্ধান্ত, যা অধিকাংশ সিঙ্গাপুরবাসী স্বাগত জানাবে’। আইনি বৈধতা দিলেও এখনই সমকামী বিয়েতে উৎসাহ দিতে চায় না সিঙ্গাপুর। একই ভাষণে নারী-পুরুষের মধ্যকার প্রচলিত বিবাহ ব্যবস্থা ধরে রাখতে আইনি সুরক্ষা জোরালো করার কথাও বলেছেন লি সিয়েন লুং।
সিঙ্গাপুরে বর্তমান ফৌজদারি দণ্ডবিধির ৩৭৭ (ক) ধারা অনুযায়ী সমকামিতা বেআইনি। তবে কয়েক বছর ধরে ঔপনিবেশিক আমলের এই আইনি ধারাটি বাতিলের দাবি দেশটিতে জোরালো হয়েছে। অবশেষে তা বাতিলের প্রতিশ্রুতি এসেছে সরকারের পক্ষ থেকে। আইনি বৈধতার ঘোষণা আসায় সিঙ্গাপুরের এলজিবিটি (নারী ও পুরুষ সমকামী, উভকামী ও রূপান্তরকামী) অধিকার কর্মীরা একে ‘মানবতার জয়’ বলে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, ‘দীর্ঘ সময় পর হলেও এটি বাতিল হতে যাচ্ছে। আমি ভীষণ খুশি’।
তবে, সমকামী পুরুষদের বিয়ের বিষয়ে উৎসাহ দিতে চায় না সিঙ্গাপুর। দেশটিতে নারী-পুরুষের মধ্যকার বিয়ের ঐতিহ্যই ধরে রাখতে চায় তারা। এ বিষয়েও কথা বলেছেন সিঙ্গাপুরের প্রধামন্ত্রী লি সিয়েন। ভাষণে এ বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন তিনি। এলজিবিটি অধিকার কর্মীরা একে ‘হতাশাজনক’ বলে অভিহিত করেছেন। তারা দাবি করেছেন, এটি সমাজে বৈষম্যকে আরও বাড়াবে।
বিডি প্রতিদিন/ফারজানা