আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পর্যবেক্ষক দল ইউক্রেনের এনারহোডার শহরের জাপোরিঝিয়ায় পৌঁছেছেন। এই অঞ্চলে ইউরোপের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত।
আল জাজিরার খবরে বলা হয়েছে, জাতিসংঘের আনবিক শক্তি সংস্থার পর্যবেক্ষক টিম জাপোরিঝিয়া শহরে পৌঁছেছেন। তারা ইতোমধ্যে বিদ্যুৎ কেন্দ্রের পথে রওনা হয়েছেন।
ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে আক্রমণের শুরুতে রুশ বাহিনী জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দখলে নেয়।
এফপির প্রতিনিধি জানিয়েছেন, আনবিক সংস্থার বহরে ১৯টি গাড়ি রয়েছে। স্থানীয় সময় দুপুর ২টার কিছুক্ষণ আগে জাতিসংঘের অন্তত ১০টি সাদা রঙের গাড়ি জাপোরিঝিয়ায় প্রবেশ করে। ১৪টি শক্তিশালী দলের নেতৃত্বে রয়েছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি।
বিডিপ্রতিদিন/কবিরুল