৪৯ বছর ধরে আলাস্কার প্রতিনিধিত্ব করেছেন রিপাবলিকান দলের রাজনীতিবিদ ডন ইয়ং। এ বছরের মার্চে ৮৮ বছর বয়সে মারা যান তিনি। তার শূন্য আসনে আয়োজিত নির্বাচনে এবার হেরেছে রিপাবলিকানরা। আসনটিতে রিপালকান দলের হয়ে লড়েছিলেন আলোচিত রাজনীতিবিদ সারাহ পলিন।
প্রায় ৫০ বছর পর আলাস্কার ওই আসনে জিতেছে ডেমোক্রেটরা। বিশেষ নির্বাচনে সারাহ পলিনের প্রতিদ্বন্দ্বী ছিলেন ডেমোক্রেট দলের রাজনীতিবিদ মেরি পেলটোলা। বুধবার মেরিকে বিজয়ী ঘোষণা করা হয়। ওই আসনটিতে বিজয়ী প্রথম নারীও তিনি।
১৯৭৩ সাল থেকে সিটটি নিজের দখলে রেখেছিলেন ডন ইয়ং। চলতি বছরের ১৮ মার্চ লস অ্যাঞ্জেলস থেকে সিয়াটল যাওয়ার সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে ডন ইয়ংকে মৃত ঘোষণা করা হয়।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা