দুই দল শিয়া মুসলিম গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, ইরাকের দক্ষিণে অবস্থিত শহর বাসরাতে বৃহস্পতিবার সকাল ও আগের দিনে রাতে সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে।
এর আগে গত সোমবার ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল সদর রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন। এ ঘোষণার পর তার সমর্থকরা প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়ায় যাতে ৩০ জনের বেশি নিহত হয়।
সর্বশেষ নিহতের বিষয়ে পুলিশ জানিয়েছে, অন্যতম প্রধান তেল উৎপাদনস্থল বাসরাতে নিহত চারজনের মধ্যে মিলিশিয়া গ্রুপ আল সদর পিস ব্রিগেডের দুই সদস্য রয়েছেন।
গত বছরের অক্টোবরে ইরাকে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু কোনো দল সরকার গঠন করতে সমর্থ হয়নি। যার জেরে আরব দেশটিতে সংকট বিরাজ করছে।
বিডিপ্রতিদিন/কবিরুল