আগামীকাল শনিবার শ্রীলঙ্কায় ফিরতে পারেন দেশটির সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।
গতকাল বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
এর আগে গত জুলাইয়ে শ্রীলঙ্কার নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও বিক্ষোভের মুখে পদত্যাগ করে বিদেশে পাড়ি জমান গোতাবায়া রাজাপাকসে।
রাতের আঁধারে দেশ ছেড়ে সামরিক বিমানযোগে প্রথমে মালদ্বীপ পরে সেখান থেকে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে পাড়ি জমান সিঙ্গাপুরে। এরপর গত ১১ আগস্ট সিঙ্গাপুর ছেড়ে থাইল্যান্ডে আশ্রয় নেন তিনি। বর্তমানে সেখানকার একটি হোটেলে অবস্থান করছেন গোতাবায়া।
আগামীকাল শনিবার গোতাবায়া রাজাপাকসে দেশে (শ্রীলঙ্কায়) ফিরে আসবেন বলে তার ঘনিষ্ঠ একটি সূত্র শ্রীলঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিররকে জানিয়েছে। একাধিক সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হচ্ছে, শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গোতাবায়া রাজাপাকসের ফেরার সকল ব্যবস্থা করেছেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন