মিয়ানমারে নিযুক্ত যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত ও তার স্বামীকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে দেশটির জান্তা সরকার।
ব্রিটিশ সাবেক রাষ্ট্রদূত ভিকি বোমান ও তার স্বামী হেতিন লিনের বিরুদ্ধে অভিবাসন আইন ভাঙার অভিযোগ আনা হয়েছে।
গত সপ্তাহে ইয়াঙ্গুনের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
বোমানের স্বামী আগেও রাজনৈতিক মামলায় কারাভোগ করেছেন। তাই তাদের সাজাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে বিবেচনা করা হচ্ছে।
বোমান ১৯৯০ সালে প্রথমবার জুনিয়র কূটনৈতিক হিসেবে মিয়ানমারে কাজ করেন। পরে ২০০২-২০০৬ সাল পর্যন্ত মিয়ানমারে ব্রিটেনের রাষ্ট্রদূত হিসেবে ছিলেন।
বর্তমানে তিনি ইয়াঙ্গুন ভিত্তিক একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন সাবেক এই ব্রিটিশ রাষ্ট্রদূত।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল