আফগানিস্তানে হেরাত শহরে মসজিদের বাইরে বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। শুক্রবার এই হামলার ঘটনা ঘটে।
তবে কারা এই হামলা চালিয়েছে, তা এখনও পরিষ্কার নয়। এই হামলাকে অশুভ ও কাপুরুষতা বলে আখ্যা দিয়েছে দেশটির বর্তমান সরকার।
পুলিশ জানিয়েছে, বর্তমান সরকার ঘনিষ্ঠ ধর্ম প্রচারক মুজিবুর রহমান আনসারি জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসলে আত্মঘাতী বোমা হামলাকারী তার হাতে চুমু খায় এবং একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায়।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই ঘটনায় আরও ২৩ জন আহত হয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, মৃতের প্রকৃত সংখ্যা আরও বেশি।
বিডি প্রতিদিন/নাজমুল