যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতৃত্ব নির্বাচনে ভোট সম্পন্ন হয়েছে। আগামী সোমবার ভোটের ফল ঘোষণা করা হবে। আল জাজিরার খবরে বলা হয়েছে, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বরিস জনসের উত্তরসূরি নির্বাচিত হতে পারেন।
শুক্রবার স্থানীয় সময় বিকাল ৫টায় কনজারভেটিভ সদস্যদের অনলাইন এবং ডাকের মাধ্যমে ভোটদান প্রদান শেষ হয়। দীর্ঘ দুই মাস প্রতিযোগিতার পর চূড়ান্ত দুই প্রতিদ্বন্দ্বী দেশজুড়ে এবং টেলিভিশনে বিতর্কের মাধ্যমে প্রচারণা করেন। ভোটের ফলাফল আগামী সোমবার দুপুর সাড়ে ১২টায় ঘোষণা করা হবে। সে সময় চূড়ান্তভাবে জানা যাবে, পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস নাকি অর্থমন্ত্রী ঋষি সুনাক প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। এর আগে ২ লাখ কনজারভেটিভ সদস্যদের আগস্টের শুরু থেকে ভোটপ্রদান শুরু হয়। তার আগের মাসে কয়েকটি স্ক্যান্ডালের জেরে পদত্যাগের ঘোষণা দেন বরিস জনসন।
আল জাজিরার খবর অনুসারে, ঋষি সুনাকের থেকে লিজ ট্রাস দলের সদস্যের বেশি সমর্থন পেয়েছেন। নির্বাচনী প্রচারণায় তিনি ট্যাক্স কমানো এবং সকল কিছুর ওপর অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। কয়েক দশকের মধ্যে যুক্তরাজ্যে এখন সর্বোচ্চ মুদ্রাস্ফীতি বিরাজ করছে।
বিডিপ্রতিদিন/কবিরুল