ক্রিমিয়াকে রাশিয়ার সাথে যুক্ত করা ক্রিমিয়ান সেতুতে অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পরই ইউক্রেনে উচ্ছ্বাসের জোয়ার বইছে। একে ইউক্রেনে রুশ যুগের অবসানের ইঙ্গিত হিসেবেও দেখছেন অনেকে।
১৯ কিলোমিটার দীর্ঘ সেতুটি ইউক্রেন থেকে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে। এই সেতুর মধ্য দিয়ে রাশিয়ার দক্ষিণে ক্রাসনদার অঞ্চলের সঙ্গে ক্রিমিয়ার কেরচ নগরীর সরাসরি যোগাযোগ স্থাপন হয়েছে।
শনিবার ভোরে সেতুটির রেল সেতু অংশে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রাশিয়া জানিয়েছে শিগগিরই সেতুটির সংস্কার কাজ শুরু হবে। ক্রিমিয়া অঞ্চলের প্রধানের দায়িত্বে থাকা সের্গেই আকসিওনভ ওই অঞ্চলে থাকা মানুষদের এই নিশ্চয়তাও দিয়েছেন যে, ক্রিমিয়ায় খাবার ও জ্বালানির পর্যাপ্ত মজুদ আছে।
তিনি এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আমাদের সারা মাসের জ্বালানি আছে এবং এর দাম বাড়ারও কোনো শঙ্কা নেই।’ তিনি আরও জানান, ক্রিমিয়ায় এখনও দুই মাসের বেশি চলবে সেই পরিমাণ খাদ্য মজুদ আছে।
আর সেতু সংস্কারের বিষয়ে এই নেতা বলেন, ‘কোনো ধরনে আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই ক্রিমিয়ান সেতু সংস্কারের কাজ শুরু হবে। আজ থেকেই শুরু হচ্ছে কাজ। আর দ্রুতই তদন্তও সম্পন্ন করা হবে।’
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল