১ ডিসেম্বর, ২০২২ ২১:৪৫

অধিবেশন চলাকালে সেনেগালে নারী সংসদ সদস্যকে থাপ্পড়!

অনলাইন ডেস্ক

অধিবেশন চলাকালে সেনেগালে নারী সংসদ সদস্যকে থাপ্পড়!

বিরোধী দলীয় সংসদ সদস্য আসন থেকে উঠে গিয়ে নারী সংসদ সদস্যের গালে থাপ্পড় দেন

সেনেগালের সংসদে দুই দল সংসদ সদস্যদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার একজন পুরুষ বিরোধী দলীয় সংসদ সদস্য, একজন নারী সংসদ সদস্যকে থাপ্পড় দিলে সরকার এবং বিরোধী দলীয় আইনপ্রণেতাদের মধ্যে ঝগড়া শুরু হয়। 

রয়টার্সের খবরে বলা হয়েছে, বাজেট উপস্থাপনের সময় বিরোধী দলীয় সংসদ সদস্য মেসেটা স্যাম্ব আসন থেকে উঠে গিয়ে নারী কলিগ অ্যামি এনডিয়ের গালে থাপ্পড় দেন। এরপর সরকার এবং বিরোধী দলের আইনপ্রণেতাদের মধ্যে ধস্তাধস্তি হয়। মারধরের শিকার সংসদ সদস্য অ্যামি এনডিয়ে অভিযুক্ত মেসেটা স্যাম্বের দিকে চেয়ার ছুড়ে মারেন। সংসদের মেঝেতে অন্য একজন সদস্য তাকে নিয়ন্ত্রণ করেন। এরপর আইনপ্রণেতাদের একপক্ষ অন্যপক্ষকে ব্যঙ্গ-বিদ্রুপ, অভিযোগ ও হাতাহাতিতে জড়ালে অধিবেশন স্থগিত করা হয়।

খবরে বলা হয়েছে, গত জুলাইয়ে সেনেগালে আইনসভা নির্বাচন হয় যাতে সরকার দল স্বস্তিদায়ক সংখ্যাগরিষ্ঠতা হারান। সেই থেকে সরকার দল এবং বিরোধী দলের আইনপ্রণেতাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর