পশ্চিমা দেশগুলোকে অবশ্যই ইউক্রেনকে দীর্ঘ মেয়াদে সাহায্য করার প্রস্তুতি রাখতে হবে। কারণ, রাশিয়ার নমনীয়ও হওয়ার কোনো লক্ষ্য নেই। ন্যাটো মহাসচিব এই কথা জানিয়েছেন।
জেন্স স্টোলেনবার্গের বিবিসিকে বলেছেন, রাশিয়ার আগ্রাসন ঠেকিয়ে সার্বভৌম রক্ষা করতে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা নিশ্চিত করতে হবে।
যদিও মস্কোর অভিযোগ, রাশিয়াকে ধ্বংস করতে ইউক্রেনকে কাজে লাগাচ্ছে পশ্চিমারা।
নববর্ষেও ইউক্রেনে লাগাতার হামলা চালিয়েছে রাশিয়া।
স্টোলেনবার্গের জানিয়েছে, রাশিয়া ইউক্রেনে আরও সেনা মোতায়েন করেছে এবং সেখানে পাঠানোর জন্য আরও সেনাকে প্রশক্ষিণ দিচ্ছে।
ন্যাটো মহাসচিবের মতো রাশিয়া ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করার প্রস্ততি নিয়ে আছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল