২০ এপ্রিল, ২০২৩ ১২:২০

তুরস্কে আবারও ভূমিকম্পের আঘাত

অনলাইন ডেস্ক

তুরস্কে আবারও ভূমিকম্পের আঘাত

প্রতীকী ছবি

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। 

বৃহস্পতিবার ভোরে দেশটির পূর্বাঞ্চলীয় আনাতোলিয়া অঞ্চলের এলাজিগ প্রদেশের সিভরিস শহরে এ ভূকম্পন অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বিভাগ (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৪। ভূমি থেকে ১১ দশমিক ২ কিলোমিটার গভীরে এর উৎপত্তি।

প্রাথমিকভাবে ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি।

গত ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্কের দক্ষিণাঞ্চল ও সীমান্তবর্তী সিরিয়ার অঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়। এতে দুই দেশে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। সূত্র: দ্য ডেইলি গার্ডিয়ান

বিডি প্রতিদিন/কালাম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর