৩ জুন, ২০২৩ ১৬:০০

ফের তেল উৎপাদন কমাতে চায় ওপেক, দাম বাড়ার শঙ্কা

অনলাইন ডেস্ক

ফের তেল উৎপাদন কমাতে চায় ওপেক, দাম বাড়ার শঙ্কা

মাত্র দুই মাসের মাথাতেই আবারও জ্বালানি তেলের দাম কমানোর চিন্তা করছে ওপেক। চলতি সপ্তাহে ভিয়েনায় এ বিষয়ে আলোচনায় বসতে চলেছে ওপেক ও এর সহযোগী দেশগুলো।

মধ্য এপ্রিল থেকে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম ১২ শতাংশ কমেছে। অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭০ ডলারের ঘরে নেমে আসায় জোগান কমিয়ে দাম বাড়াতে চায় ওপেক।

তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক ও এর সহযোগী দেশগুলো বিশ্বের অপরিশোধিত তেলের ৪০ শতাংশ জোগান দেয়। 

সাম্প্রতিক সময়ে দফায় দফায় তেলের উৎপাদন হ্রাস করেছে ওপেক। গত এপ্রিলে ২০ লাখ ব্যারেল বাধ্যতামূলক ও ১৬ লাখ ব্যারেল তেল স্বতঃস্ফূর্তভাবে কমানোর সিদ্ধান্ত নেয়। সবমিলিয়ে ২০ লাখ ব্যারেল পাশাপাশি সহযোগী দেশগুলো চাইলে দিনে আরও ১৬ লাখ ব্যারেল উৎপাদন কমাতে পারে।

নতুন সিদ্ধান্ত কার্যকর হলে ৪৬ লাখ ৬০ হাজার ব্যারেল তেল উৎপাদন কমবে দৈনিক। যা বিশ্ব চাহিদার ৪ দশমিক ৫ শতাংশ। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সাত বছর পর ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়। 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর