৯ জুন, ২০২৩ ১৯:৪৪

রুশ সেনাদের ফোনে আড়িপেতে বাঁধ ধ্বংস নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি ইউক্রেনের

অনলাইন ডেস্ক

রুশ সেনাদের ফোনে আড়িপেতে বাঁধ ধ্বংস নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি ইউক্রেনের

ইউক্রেনের বিভিন্ন এলাকার ৪২ হাজার মানুষ বন্যার কবলে পড়েছেন।

ইউক্রেনের খেরসনে নোভা কাখোভকা জলবিদ্যুৎকেন্দ্রের বাঁধ ধ্বংস নিয়ে রাশিয়া ইউক্রেন পরস্পরকে দোষারোপ করছে। 

এই অবস্থায় ইউক্রেনের গোয়েন্দা সংস্থা সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেন (এসবিইউ) দাবি করেছে, রাশিয়ার দুই ব্যক্তির একটি ফোনালাপে আড়ি পেতে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তারা।

ওই ফোনালাপে তাদের একজন স্বীকার করেছেন গত ৬ জুন খেরসনের নোভা কাখোভকা বাঁধে যে বিস্ফোরণ হয়েছে, সেটি রাশিয়ার একটি ‘নাশকতাকারী দল’ করেছে।

যদিও রাশিয়া অভিযোগ করে বলেছে, পাল্টা আক্রমণে ব্যর্থ হয়ে ইউক্রেনীয় বাহিনী বাঁধ ধ্বংস করেছে। প্রেসিডেন্ট পুতিন এই ঘটনাকে বর্বর কাজ বলে অভিহিত করেছেন।

সম্প্রতি ইউক্রেনের কাখোভকায় বিস্ফোরণের ফলে বাঁধের একাংশ ভেঙে যাওয়ায় নিপ্রো নদীর পানি ঢুকে বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে দেয়। এতে নদী–তীরবর্তী রাশিয়া ও ইউক্রেনের বিভিন্ন এলাকার ৪২ হাজার মানুষ বন্যার কবলে পড়েছেন।

ইউক্রেনের সরকারি কর্মকর্তারা আভাস দিয়েছেন, নিপ্রো নদীর পানি আরও দুই-তিন ফুট বাড়বে এবং আরও নতুন এলাকা প্লাবিত হবে। সূত্র: সিএনএন, আল জাজিরা

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর