১৩ জুলাই, ২০২৩ ১৪:২৮

ভলোদিমিরের বদলে ভ্লাদিমির: জেলেনস্কিকে পুতিনের নামে ডাকলেন বাইডেন!

অনলাইন ডেস্ক

ভলোদিমিরের বদলে ভ্লাদিমির: জেলেনস্কিকে পুতিনের নামে ডাকলেন বাইডেন!

ন্যাটো সম্মেলনে আরো একটা ভুল করে বসলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের প্রেসিডেন্টকে ভলোদিমিরের পরিবর্তে ভ্লাদিমির বলে সম্বোধন করে বসলেন বাইডেন। ভলোদিমির জেলেনস্কি পরিবর্তে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ডেকে অনলাইন মাধ্যমে হাসির খোরাক হয়েছেন বাইডেন।

লিথুনিয়ার ন্যাটো সম্মেলনে বাইডেন বলেন, ‌‌‌‌‘ভ্লাদিমির ও আমি.... আমার এতো পরিচিত হওয়া উচিত নয়।’ পরে অবশ্য তিনি ভুলটা বুঝতে পেরে শুধরেও নিয়েছেন। পরবর্তী বাক্যেই বাইডেন বলেছেন, ‘জেলেনস্কিকে আমি আলোচনার সময় বেশ কিছু নিশ্চয়তা দিয়েছি। বিশেষ করে আমি যখন ইউক্রেন সফর করেছি বা অন্য সময় যখন আমাদের দেখা হয়েছে।’

যদিও বাইডেন খুব একটা ভুল করেননি। ভ্লাদিমির নামটাই ইউক্রেনে একটু পরিবর্তন হয়ে ভলোদিমির হিসেবে ব্যবহৃত হয়। 

তারপরও বাইডেনের এই ভাষণের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকে বলছেন, আমেরিকার উচিত তাদের প্রেসিডেন্টকে অবসরে পাঠানো উচিত। অনেকে আবার বলছেন, ভ্লাদিমির আর ভলোদির একই নামের দুই ধরন, সুতরাং বাইডেন বড় কোনো ভুল করেননি। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর