১৫ জুলাই, ২০২৩ ১৮:০১

রাশিয়ার বিষয়ে নিজের দেশকে যে হুঁশিয়ারি দিলেন জেলেনস্কি

অনলাইন ডেস্ক

রাশিয়ার বিষয়ে নিজের দেশকে যে হুঁশিয়ারি দিলেন জেলেনস্কি

নিজের দেশ ইউক্রেনকেই এবার রাশিয়ার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন প্রেসিডেন্টের দাবি, তার দেশের সেনাবাহিনীর পাল্টা প্রতিরোধ আটকাতে রাশিয়া সম্ভাব্য সব পন্থা অবলম্বর করবে। 

শুক্রবার জেলেনস্কি বলেছেন, ‘আমাদের সবার পরিষ্কারভাবে বোঝা উচিত যে আমাদের দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় এলাকায় থাকা রাশিয়ার সেনাবাহিনী সম্ভাব্য সব উপায়েই আমাদের যোদ্ধাদের আটকানোর চেষ্টা করবে।’ 

তিনি আরো বলেছেন, ‘প্রত্যেক হাজার মিটার আমরা আগাচ্ছি, আমাদের সেনাদের সব সফলতাতেই শুভেচ্ছা পাওয়া উচিত।’

জেলেনস্কি আরো বলেছেন, তিনি গোয়েন্দাদের কাছ থেকে বেলারুশের নিরাপত্তার বিষয়ে গুরুত্বপূর্ণ রিপোর্ট পেয়েছেন। তার দাবি, আপাতত দেশটি ইউক্রেনের জন্য বড় মাত্রার হুমকি তৈরি করছে না। 

বর্তমানে ইউক্রেনের সব ফোকাস সম্মুখযুদ্ধে বলে জানিয়েছেন জেলেনস্কি। 


সূত্র: আল জাজিরা

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর