ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিয়ে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ বলেছেন, যেকোনো ধরনের বোকামি থেকে সাবধান হোন। তিশা বে’আভেতে নিরাপত্তা মন্ত্রী বেন-গাভিরের টেম্পল মাউন্ট সফর নিয়েও সতর্ক করেছেন তিনি।
লেবাননের হিজবুল্লাহ-সমর্থিত মিডিয়ার খবর অনুসারে, হাসান নাসরাল্লাহ বলেন, ‘ইসরায়েল নামক ‘ক্যান্সার গ্রন্থি’ অপসারণ না করা পর্যন্ত সমগ্র মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে না।’
লেবাননের এই সশস্ত্র সংগঠনের নেতা সতর্ক করে আরও বলেন, ফিলিস্তিনিরা এখন পূর্বের চেয়ে ‘প্রতিরোধ এবং প্রতিরোধ বলয়ে বিশ্বাস করে।’ তিনি বলেন, হিজবুল্লাহ তাদের সবকিছু নিয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে এবং দাঁড়াবে।’তিশা বেআভে-এ ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভিরের টেম্পল মাউন্ট পরিদর্শনের বিষয়ে নাসরাল্লাহ বলেন ‘শত্রুকে অবশ্যই সকল মুসলমানের কাছ থেকে নিষ্পত্তিমূলক অবস্থান শুনতে হবে।’
নেতানিয়াহুর প্রতি নাসরাল্লাহ: যেকোনো ধরনের বোকামি থেকে সাবধান হোন
বক্তৃতায় লেবাননের সশস্ত্র সংঘটনের এই নেতা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যেকোনো ধরনের বোকামি থেকে দূরে থাকতে সতর্ক করেন। লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সাথে উত্তর সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে আলোচনা করতে নেতানিয়াহু রবিবার নিরাপত্তা প্রধানদের সাথে একটি বৈঠক করেছেন।
লেবাননের সাথে ইসরায়েলের উত্তর সীমান্তে উত্তেজনার মধ্যে নাসরাল্লাহ বলেন, ‘লেবাননের প্রতিরোধ হয়তো সন্তোষজনক হবে না, তবে তারা তাদের নিরাপত্তা বা প্রতিরোধ থেকে পিছপাও হবে না।’ তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে এক বার্তায় বলেন, ‘যেকোনো ভুল বা মূর্খতার উপযুক্ত জবাব দিতে আমরা প্রস্তুত থাকব।’
বিডিপ্রতিদিন/কবিরুল