অধিকৃত পশ্চিম তীরে অভিযানের সময় এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলি সৈন্যরা। শুক্রবার এ ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যম ও ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তুলকারেমের নুর শামস শরণার্থীশিবিরে হামলা চালানোর সময় ইসরায়েলি সেনারা ১৮ বছর বয়সী মাহমুদ আবু সায়ানকে মাথায় গুলি করে।
এছাড়া স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সরকারি ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, একজন ইসরায়েলি সেনা একটি সামরিক যান থেকে বেরিয়ে এসে আবু সায়ানকে মাটিতে শুয়ে থাকা অবস্থায় মাথায় গুলি করেন।
আবু সায়ান মাত্র কয়েক সপ্তাহ আগে হাই স্কুল থেকে পড়াশোনা শেষ করেছেন। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে তুলকারেমের থাবেত থাবেত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত ঘোষণা করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক