উগ্রপন্থার অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অ্যালেক্সি নাভালনিকে ১৯ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
শুক্রবার কট্টর পুতিন সমালোচক হিসেবে পরিচিত নাভালনিকে এই সাজা দেওয়া হয়।
বিভিন্ন অপরাধে ইতোমধ্যে নয় বছরের কারাদণ্ড ভোগ করে কারাগারে রয়েছেন নাভালনি। এই রুশ বিরোধী নেতার দাবি, রাজনৈতিকভাবে তাকে দমিয়ে রাখতেই এই সাজার পথে হাঁটছে পুতিন প্রশাসন।
নাভালনির পক্ষ থেকে বলা হয়েছে, দুর্নীতিবিরোধী অবস্থান নেওয়ার কারণে তার ওপর এই শাস্তির খড়গ নেমে এসেছে।
রুদ্ধদ্বার আদালত কক্ষে নাভালনির বিরুদ্ধে আনা উগ্রপন্থার অভিযোগের বিচার হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী তার ২০ বছরের সাজার আবেদন জানিয়েছিল।
সূত্র: এপি
বিডি প্রতিদিন/নাজমুল