১১ নভেম্বর, ২০২৩ ১৮:০৩

গাজায় দ্রুত যুদ্ধবিরতি চেয়ে যা বললেন সৌদি যুবরাজ

অনলাইন ডেস্ক

গাজায় দ্রুত যুদ্ধবিরতি চেয়ে যা বললেন সৌদি যুবরাজ

রিয়াদ সম্মেলনে গাজা সংকট নিয়ে কথা বলেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আরব লিগ ও ওআইসি নেতারা এই সম্মেলনে যোগ দিয়েছেন।

সম্মেলনের ভাষণে সৌদি যুবরাজ দ্রুত গাজায় ইসরায়েলি অভিযানের অবসান ঘটিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানান। পাশাপাশি তিনি সব জিম্মি ও কারাবন্দীদের মুক্তি দেওয়ার দাবি করেন। 

সৌদি যুবরাজ বলেছেন, এটা সেই মানবিক বিপর্যয় যা আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতার প্রমাণ দেয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদও যা থামাতে ব্যর্থ হয়েছে। ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইন ভঙ্গ করে সহিংসতার মাত্রা বাড়িয়ে চলেছে এবং প্রমাণ করেছে বিশ্ব চলছে দ্বৈত নীতিতে। 

এসময় শান্তি প্রক্রিয়ায় ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিও তোলেন সৌদি যুবরাজ। আর সেই ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুজালেম। 

সূত্র: আল জাজিরা

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর