ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ছে বিশ্বের নানা দেশে। যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ, সব দেশেই কমবেশি এই বিক্ষোভের আঁচ লেগেছে। গত কয়েকদিন ধরে অস্ট্রেলিয়াতেও চাঙা হয়ে উঠেছে এই আন্দোলন।
এবার ফিলিস্তিনপন্থী আন্দোলনের রেশ লেগেছে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবনেও। রাজধানী ক্যানবেরায় অবস্থিত এই ভবনের ছাদে ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের ব্যানার টাঙিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা।
আজ বৃহস্পতিবার কয়েকটি ব্যানার নিয়ে বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের ছাদে ওঠেন। নানা স্লোগান দিয়ে সেই ব্যানারগুলো তারা ছাদ থেকে দেয়ালের ওপর ঝুলিয়ে দেন। সেখান থেকে তারা বক্তব্যও দিয়েছেন। ইসরায়েলের এমন আগ্রাসনে চুপ থাকা অস্ট্রেলিয়া সরকারের বিরুদ্ধেও এনেছেন যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগ।
বিক্ষোভের এই ঘটনাকে পার্লামেন্টের নিরাপত্তার গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছেন অস্ট্রেলিয়ার আইনপ্রণেতারা।
বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কালো পোশাক পরা চার বিক্ষোভকারী অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবনের ছাদে প্রায় এক ঘণ্টা দাঁড়িয়েছিলেন। তাদের টাঙানো ব্যানারে লেখা ছিল, ‘নদী থেকে সমুদ্র, ফিলিস্তিন হবে মুক্ত।’
বিক্ষোভকারীদের একজন একটি মেগাফোন ব্যবহার করে বক্তব্য দেন। তিনি ইসরায়েল সরকারের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলেন। ওই বিক্ষোভকারী বলেন, ‘আমরা ভুলব না। আমরা ক্ষমা করব না এবং আমরা প্রতিরোধ করে যাব।’
স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা তাদের ব্যানারগুলো গুটিয়ে নেন।
অস্ট্রেলিয়া এখনো ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়নি। যদিও গত মে মাসে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে একটি আনুষ্ঠানিক শান্তিপ্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগে অস্ট্রেলিয়া এ স্বীকৃতি দিতে পারে।
বিডি প্রতিদিন/নাজমুল