রাতের আঁধারে ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড় হয়ে ইংল্যান্ডে যাওয়ার চেষ্টা করতে গিয়ে ৮ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। রবিবার ফ্রান্সের পুলিশ এই তথ্য জানিয়েছে।
ফ্রান্সের পা-দা-ক্যালে অঞ্চলের প্রিফেক্ট জ্যাক বিয়ঁ জানান, স্থানীয় সময় শনিবার রাত একটার পরে উদ্ধারকারী ক্রুরা সতর্ক করেন যে প্রায় ৫৯ জন আরোহী নিয়ে একটি নৌকা অঞ্চলটির আমব্লিতুঁজ উপকূলে সমস্যায় পড়েছে।
বিবিসি জানায়, ওই রবারের ডিঙির আরোহীদের মধ্যে ইরিত্রিয়া, সুদান, সিরিয়া ও ইরানসহ বেশ কয়েকটি দেশের লোকজন ছিলেন।ফ্রান্সের কোস্টগার্ড জানায়, ঢেউয়ের তোড়ে ডিঙিটি পাথরের ওপর গিয়ে আছড়ে পড়ে টুকরো টুকরো হয়ে যায়। জরুরি পরিষেবার কর্মীরা ৫৩ জনকে উদ্ধার করে। বাকি আটজন মারা যায়।
যারা মারা গেছেন তারা ইরিত্রিয়া, সিরিয়া, মিশর, ইরান ও আফগানিস্তানের নাগরিক বলে জানিয়েছেন তিনি।
ইংলিশ চ্যানেল বিশ্বের অন্যতম ব্যস্ত জাহাজ চলাচল পথ। এই চ্যানেলে স্রোতের তীব্র অনেক বেশি। ফলে ছোট ছোট নৌকা নিয়ে এই চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টা অত্যন্ত বিপজ্জনক। ফরাসি মেরিটাইম কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার থেকে শনিবার ২৪ ঘণ্টার মধ্যে ইংলিশ চ্যানেল থেকে অন্তত ২০০ জনকে উদ্ধার করেছে তারা।
বিডি প্রতিদিন/নাজমুল