২ অক্টোবর, ২০২৪ ০০:৫০

ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন ইসরায়েলিরা

অনলাইন ডেস্ক

ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন ইসরায়েলিরা

সংগৃহীত ছবি

ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সেগুলো ইসরায়েলের মূল ভূখণ্ডে পৌঁছেছে। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টা ৩০মিনিটের পর এ হামলা চালায় তেহরান। ইসরায়েলজুড়ে সাইরেন বাজছে এবং দেশটির নাগরিকেরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার চলাকালে রিপোর্টারদের মাটিতে শুয়ে পড়তে দেখা গেছে।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই একটি বিবৃতি দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। এতে বলা হয়, ইরান এখনও ক্ষেপণাস্ত্র ছুড়ছে এবং সেগুলো আটকানোর চেষ্টা করা হচ্ছে। সেনাবাহিনী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাধারণ ইসরায়েলিদের আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছে।  সেনাবাহিনী আরও বলেছে, যেসব বিকট শব্দ শোনা যাচ্ছে, সেগুলো হয় মিসাইল আটকানোর কারণে হচ্ছে অথবা আঘাত হানার কারণে হচ্ছে। খবর দ্যা নিউইয়র্ক টাইমসের।

ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) বলেছে, ইসমাইল হানিয়াহ, হাসান নাসরাল্লাহ এবং নিলফোরশানের (আইআরজিসি গার্ডস কমান্ডার) শাহাদতের প্রতিশোধ হিসেবে আমরা দখলকৃত ভূখণ্ডের মূলকেন্দ্রকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে।

দ্যা নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, জর্ডানের রাজধানী আম্মানের আকাশ দিয়ে ক্ষেপণাস্ত্র উড়ে যেতে দেখা গেছে। ক্ষেপণাস্ত্রর কারণে জর্ডানেও সাইরেন বেজে ওঠে। ওই সময় অনেক মানুষ বাইরে বের হয়ে আসেন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর