যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজার মধ্যাঞ্চলের দেইর-এল বালাহ থেকে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
মুক্তিপ্রাপ্ত জিম্মিরা হলেন ৫২ বছর বয়সী এলি শারাবি, ৩৪ বছর বয়সী অর লেভি এবং ৫৬ বছর বয়সী ওহাদ বেন আমি।
রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির সদস্যরা বন্দীদের ইসরায়েলি সেনাদের কাছে নিয়ে গেছে।
হামাস কয়েক ডজন যোদ্ধা হস্তান্তরের জন্য শহরে একটি মঞ্চ তৈরি করেছে। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ১৮৩ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এইসব ইসরায়েলিকে জিম্মি করেছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
সেদিন আমি এবং শারাবি উভয়কেই কিব্বুৎজ বে'রি থেকে জিম্মি করা হয়েছিল এবং লেভিকে সেদিন নোভা সঙ্গীত উৎসব থেকে জিম্মি করা হয়।
বিডি প্রতিদিন/নাজমুল