ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ভারপ্রাপ্ত হামাস নেতা খলিল আল-হাইয়া এবং ফিলিস্তিনি গোষ্ঠীর আরও দুই নেতার সাথে সাক্ষাত করেছেন।
বৈঠক সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
কেবল খামেনির আল-হাইয়া, হামাসের নেতৃত্ব পরিষদের প্রধান মোহাম্মদ দারবিশ এবং হামাসের শীর্ষ কর্মকর্তা নিজার আওয়াদাল্লাহর সাথে সাক্ষাতের ছবি পোস্ট করা হয়েছে।
তারা কি বিষয়ে আলোচনা করেছেন সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি।
বর্তমানে হামাসের সাথে গাজায় যুদ্ধবিরতি চলছে। এই চুক্তির আওতায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয়ার বিনিময়ে হাজারো ফিলিস্তিনিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেয়া হচ্ছে।
হামাস নির্মূলে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্রসহ নানা রকম বৈশ্বিক চাপে গাজার স্বাধীনতাকামী সংগঠনটির সাথে এই যুদ্ধবিরতি চুক্তি করতে সম্মত হয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন। এই চুক্তির আওতায় গাজা থেকে সম্পূর্ণরূপে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজমুল