মঙ্গলবার যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি আইনজীবী গোষ্ঠী জানিয়েছে, সুদানের দক্ষিণাঞ্চলীয় গ্রামগুলিতে তিন দিনের হামলায় নারী ও শিশুসহ ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
নিয়মিত সেনাবাহিনীর সাথে প্রায় দুই বছর ধরে যুদ্ধরত আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) হোয়াইট নাইল রাজ্যের আল-কাদারিস এবং আল-খেলওয়াত গ্রামে নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ করেছে।
অধিকার লঙ্ঘনের নথিভুক্তকারী ইমার্জেন্সি লয়ার্স গ্রুপটি জানিয়েছে।
এতে আরও বলা হয়েছে, শনিবার থেকে আক্রমণের সময় আরএসএফ মৃত্যুদণ্ড কার্যকর, অপহরণ, জোরপূর্বক গুম এবং সম্পত্তি লুট করেছে। যার ফলে স্থানীয় শত শত মানুষ আহত বা নিখোঁজ হয়েছেন।
আইনজীবীদের গোষ্ঠীর মতে, নীল নদ পার হয়ে পালানোর চেষ্টা করার সময় কিছু বাসিন্দাকে গুলি করা হয়েছিল। এর ফলে কিছু বাসিন্দা ডুবে মারা গেছেন। আইনজীবীরা গ্রামবাসীদের উপর আক্রমণকে "গণহত্যা" বলে অভিহিত করেছেন।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদান সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং তার সাবেক ডেপুটি আরএসএফ কমান্ডার মোহাম্মদ হামদান দাগালোর বাহিনীর মধ্যে এক নৃশংস সংঘর্ষে জড়িয়ে পড়েছে।
উভয় পক্ষের বিরুদ্ধে নির্যাতন এবং যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে।
যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে। ১ কোটি ২০ লক্ষেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে। আন্তর্জাতিক উদ্ধার কমিটি একে সবচেয়ে বড় মানবিক সংকট বলে অভিহিত করেছে।
সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/নাজমুল