মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তির বিষয়ে তিনি অনেক বেশি আত্মবিশ্বাসী। যদিও ইউক্রেনকে আলোচনার বাইরে রাখা নিয়ে কিয়েভ কড়া সমালোচনা করেছে।
ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছে, তিনি শিগগিরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।
রিয়াদের আলোচনায়, রাশিয়া ও যুক্তরাষ্ট্র একমত হয়েছে যে, তারা যুদ্ধ শেষ করার জন্য আলোচনার পথ নির্ধারণ করতে বিশেষ দল গঠন করবে। উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর এই যুদ্ধ শুরু হয়।
ট্রাম্প বলেন, আমি এই চুক্তি নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। আলোচনাগুলো খুব ভালো হয়েছে। রাশিয়া কিছু করতে চায়, তারা এই নিষ্ঠুরতা বন্ধ করতে চায়।
তিনি আরও বলেন, আমি মনে করি আমার এই যুদ্ধ বন্ধ করার ক্ষমতা আছে এবং সবকিছু ভালোভাবে এগোচ্ছে। তিনি ইউক্রেনের সমালোচনা করে বলেন, তারা আলোচনা থেকে বাদ পড়ার অভিযোগ করছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রিয়াদের আলোচনায় তার দেশের বাদ পড়ার তীব্র সমালোচনা করেছেন। চার ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি।
ট্রাম্প এ প্রসঙ্গে বলেন, আমি শুনেছি তারা এতে হতাশ হয়েছে। তারা মনে করছে যে, তাদের বাদ দেওয়া হয়েছে। আমি খুবই হতাশাজনক মনে করছি যে তারা এই অভিযোগ করছে।
তিনি আরও বলেন, আজ তারা বলছে, ‘আমাদের আমন্ত্রণ জানানো হয়নি।’ কিন্তু, তোমরা তো তিন বছর ধরে এই যুদ্ধে আছো... তোমাদের কখনোই এটি (যুদ্ধ) শুরু করা উচিত ছিল না। তোমরা সহজেই একটা চুক্তি করতে পারতে।
কিছু ইউরোপীয় নেতারা আশঙ্কা করছেন যে, যুক্তরাষ্ট্র মস্কোর সঙ্গে বড় ধরনের সমঝোতা করবে এবং ইউরোপের নিরাপত্তার কাঠামো পুনর্নির্মাণ করতে পারে।
ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, তিনি কী মাসের শেষের আগে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। উত্তরে তিনি বলেন, ‘সম্ভবত।’
বিডিপ্রতিদিন/কবিরুল