বৃহস্পতিবার দক্ষিণ গাজার শহর খান ইউনিসে ইসরায়েলি জিম্মিদের মৃতদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। রেড ক্রস চারটি কফিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
দেহাবশেষগুলি শিরি বিবাস এবং তার দুই সন্তান, আরিয়েল এবং কেফিরের। সেদিন বন্দীদের মধ্যে সবচেয়ে কম বয়সী ছিলেন কেফির। হামাস জানিয়েছে, যুদ্ধের শুরুতে ইসরায়েলি বিমান হামলায় তিনজনই নিহত হয়েছিল। হামাস ওদেদ লিফশিৎজের মৃতদেহও মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে। যার বয়স ৮৩ বছর ছিল।
বুধবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মৃতদেহ ইসরায়েলে ফেরত পাঠানোর প্রত্যাশায় বলেছেন, "একটি সমগ্র জাতির হৃদয় ভেঙে যায়।"
হামাস এবং অন্যান্য গোষ্ঠীর বিপুল সংখ্যক মুখোশধারী এবং সশস্ত্র যোদ্ধাসহ হাজার হাজার মানুষ দক্ষিণ গাজা শহর খান ইউনিসের উপকণ্ঠে হস্তান্তর স্থানে জড়ো হয়েছিল। যেখানে বড় বড় ব্যানার স্থাপন করা হয়েছিল, যার মধ্যে একটিতে ইসরায়েলি পতাকায় মোড়ানো কফিনের ছবি দেখানো হয়েছিল।
বিডি প্রতিদিন/নাজমুল