মলদ্বারে লুকিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। উদ্ধার করা হয়েছে ১.৪০৬ কেজি স্বর্ণের বার, যার আনুমানিক মূল্য ১ কোটি ২৪ লাখ ৬৩ হাজার ৪২৪ রুপি।
বুধবার বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের ১৪৩ ব্যাটালিয়নের অধীন বিথারি সীমান্ত ফাঁড়ির (BOP) জওয়ানরা এই চোরাচালান ভণ্ডুল করে। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এদিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বিথারি সীমান্ত ফাঁড়ি এলাকায় কর্তব্যরত জওয়ানরা নিয়মিত তল্লাশির সময় মেটাল ডিটেক্টর দিয়ে একজন ব্যক্তির শরীরে কিছু ধাতুর উপস্থিতি টের পায়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি। জওয়ানরা সেই ব্যক্তিকে সন্দেহ করেন এবং তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান।
এই বিষয়ে আরও পদক্ষেপ গ্রহণের জন্য সন্দেহজনক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য বিথারি সীমান্ত ফাঁড়িতে নেওয়া হয়। সেখানে বিএসএফ জওয়ানদের জিজ্ঞাসাবাদের পর, ওই ব্যক্তি স্বীকার করেন, তার শরীরের মলদ্বারের মধ্যে বাংলাদেশ থেকে পাচারকৃত স্বর্ণের বার লুকিয়ে রাখা। এরপর চোরাকারবারিকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয় এবং নিকটতম সরকারি হাসপাতাল সারাপুলে মেডিকেল পরীক্ষার জন্য নেওয়া হয়।
ওই চিকিৎসা কেন্দ্রে তার শরীরের এক্স-রেতে তার মলদ্বারের গহ্বরে লুকানো স্বর্ণের সন্ধান মেলে। এরপর বিএসএফের উপস্থিতিতে চিকিৎসকরা ওই চোরাকারবারির মলদ্বার থেকে একে একে মোট ১২টি স্বর্ণের বার উদ্ধার করেন। চোরাকারবারি কনডমের ভেতরে স্বর্ণ ঢুকিয়ে তার নিজের মলদ্বারে লুকিয়ে রেখেছিলেন।
জব্দকৃত স্বর্ণের বারসহ গ্রেফতারকৃত চোরাকারবারিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য এবং সংশ্লিষ্ট বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল