ইসরায়েলি অবরোধের কারণে গাজায় ফিলিস্তিনিরা চরম ক্ষুধার্ত অবস্থায় আছে। এই অবস্থায় আবারও যুদ্ধ শুরু হয়েছে। ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা শুরু করেছে। ফলে লক্ষ লক্ষ ফিলিস্তিনি তীব্র খাদ্য ও পানির সংকটের সম্মুখীন হচ্ছে।
বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, মানবিক ও বাণিজ্যিক উভয় ধরণের সরবরাহের জন্য সমস্ত সীমান্ত ক্রসিং পয়েন্ট বন্ধ করে দেওয়ার কারণে ২ মার্চ থেকে তারা গাজায় কোনও খাদ্য সরবরাহ পরিবহন করতে পারছে না। যার ফলে দাম বেড়ে গেছে।
জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা গত সপ্তাহে সতর্ক করে দিয়েছিল। ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, গাজার পরিস্থিতি খুব দ্রুত অবনতি হচ্ছে। উদ্দেশ্য যাই হোক না কেন, এটি স্পষ্টতই গাজায় মানবিক সাহায্যের অস্ত্র প্রয়োগ।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সমস্ত জ্বালানি সরবরাহ বন্ধ করার পর ফিলিস্তিনিদের পানীয় জল সরবরাহকারী একটি প্ল্যান্টের বিদ্যুৎ বন্ধ করার ইসরায়েলের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে।
গ্রুপটি সোশ্যাল মিডিয়ায় বলেছে, এই পদক্ষেপ অধিকৃত গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যার আরও প্রমাণ।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল