ভারতের জম্মু-কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল ভয়াবহ হামলা চালায় সন্ত্রাসীরা। এতে ২৬ জনের মৃত্যুর পর অভিযানে নামে ভারতীয় সেনাবাহিনী। অপারেশন সিঁদুর নামে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে একাধিক 'জঙ্গিঘাঁটি' গুড়িয়ে দেয়। এসময় পাকিস্তানও ভারী গোলাবর্ষণ শুরু করে। পাকিস্তান সীমান্তবর্তী ভারতের গ্রামগুলোতে সাধারণ মানুষের বাড়িঘর ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।
২০ মে জম্মু কাশ্মীরের আরএস পুরার ফতেহপুর সামেরিয়া পোস্টের চা বিক্রেতা রাজেশের বাড়িটিও ধ্বংস হয়। এসময় তার বাড়িতে থাকা বাছুর 'গৌরী'ও গুরুতর আহত হয়েছিল।
কিন্তু সে সময় সীমান্ত উত্তেজনা ও ভারী বৃষ্টিতে চিকিৎসকরা চিকিৎসা করতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। এসময় বিষয়টি নিয়ে ব্যাপক শোরগোল পড়ে যায়।
গৌরীর মালিক রাজেশ জানান, প্রথমে চিকিৎসা না পেয়ে হতাশ হয়ে পড়েন। তবে হাল ছাড়েননি। প্রতিবন্ধী পশুদের চিকিৎসক রাজস্থানের ডা. তপেশ মাথুরের সঙ্গে যোগাযোগ করেন। পরে তিনি দেড় বছর বয়সি গরুটির পেছনের বাম পা কেটে বাদ দেন। সিদ্ধান্ত অনুযায়ী 'কৃষ্ণা অঙ্গ' নামে কৃত্রিম পা প্রতিস্থাপন করা হয়। তাতেই নতুন জীবন ফিরে পায় গৌরী।
চিকিৎসা পরবর্তী সময়ে ডা. মাথুরের নির্দেশনা অনুযায়ী গৌরীকে সুস্থ করে তোলেন রাজেশ। যার ফলে গৌরী ফিরে পায় তার চলাফেরার শক্তি। একই সঙ্গে গৌরীর আরোগ্য লাভ সীমান্তের কাছাকাছি বসবাসকারী প্রতিবন্ধী প্রাণীদের জন্য আশার প্রতীক হিসেবে কাজ করছে।
চিকিৎসা জগতে বিশেষ অবদানের জন্য ডা. তপেশ মাথুরে প্রশংসিত হয়েছেন। পেয়েছেন রাজস্থান রাজ্য মেরিট পুরস্কার 'সন্ত ঈশ্বর সম্মান'। চলতি বছর অর্জন করেছেন 'অ্যামেজিং ইন্ডিয়ান' পুরস্কার।
বিডি-প্রতিদিন/এমই