সোমবার, ১৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

মহাশূন্যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন আমেরিকার অস্বস্তি

মহাকাশ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন এবং এ জন্য লেসার, ইলেক্ট্রোম্যাগনেটিক রেইল গান এবং হাই পাওয়ার মাইক্রোওয়েভ অস্ত্র ভাণ্ডার গড়ে তুলছে। ভবিষ্যতে এ অস্ত্র কৃত্রিম উপগ্রহ ধ্বংস করতে ব্যবহার করবে বেইজিং। মার্কিন কংগ্রেসে শুনানিতে এ দাবি করেছেন চীন বিশেষজ্ঞ রিচার্ড ফিশার। তিনি আরও বলেন, কক্ষপথ জুড়ে জালের মতো ছড়িয়ে আছে মার্কিন গোয়েন্দা, যোগাযোগ এবং নেভিগেশন উপগ্রহ। চীন যে অস্ত্র তৈরি করছে তার লক্ষ্য হবে এসব উপগ্রহ। চীনা মহাকাশ অস্ত্র কর্মসূচি আমেরিকার জন্য হুমকি হয়ে উঠেছে বলে দাবি করেন ফিশার।

সর্বশেষ খবর