মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

‘ট্রাম্প যুক্তরাষ্ট্রকে তৃতীয় বিশ্বযুদ্ধে ঠেলে দিচ্ছেন’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন রিপাবলিকান দলীয় বয়োজ্যোষ্ঠ সিনেটর বব কর্কার। সেই সঙ্গে তিনি ট্রাম্পের নেতৃত্বের যোগ্যতা নিয়েও সন্দেহ পোষণ করে বলেছেন, ট্রাম্পের শাসনের ধরন হোয়াইট হাউসের চেয়ে বরং রিয়েলিটি শোর জন্যই অধিকতর উপযোগী। মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস’কে এক সাক্ষাৎকারে ট্রাম্প সম্পর্কে এ মন্তব্য করেছেন  কর্কার। এর মাধ্যমে এক সময়ের ঘনিষ্ঠ মিত্র এ দুই নেতার মধ্যকার প্রকাশ্য তিক্ততা আরও চরম হলো। রবিবার অনেকটা অপ্রত্যাশিতভাবেই বেশ কয়েকটি টুইট বার্তায় কর্কারের নেতৃত্বের দক্ষতার অভাব রয়েছে বলে মন্তব্য করেন ট্রাম্প। ট্রাম্পের এমন আচরণে চরম ক্ষিপ্ত হন তিনি।  রাশিয়া টুডে।

সর্বশেষ খবর