রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ফিলিপাইনে ঝড়ে শতাধিক প্রাণহানি

ফিলিপাইনে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের আঘাতে গতকাল মৃতের সংখ্যা বেড়ে ১৩৩ জনে দাঁড়িয়েছে। প্রচণ্ড ঝড়ের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন। অধিকাংশ মানুষ শুক্রবার রাতে এসব দুর্যোগের শিকার হয়েছেন। হতাহতদের সবাই দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ মিন্দানাওয়ের বাসিন্দা বলে জানিয়েছেন দুর্যোগ মোকাবিলা ও ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা। টুবোড শহরের এক কর্মকর্তা বলেছেন, ‘একটি কৃষি প্রধান গ্রাম ভূমিধসের নিচে চাপা পড়েছে সংক্রান্ত প্রতিবেদন সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা করছি আমরা।’ ওই এলাকার বৈদ্যুতিক ও টেলিযোগাযোগ লাইনগুলো বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্ধার প্রচেষ্টায় জটিলতা সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন তিনি। দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে, ঝড়টি সুলু সাগর থেকে শক্তি সঞ্চয় করছে এবং ৮০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। সোমবারের মধ্যে দেশটির সীমানা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে তারা। প্রসঙ্গত, শুক্রবার থেকে দেশটির দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিন্দানাওয়ের তুবোদে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় তেমবিনের কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। বিবিসি, এএফপি।

সর্বশেষ খবর