শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

গাজায় বিপর্যয়, জাতিসংঘের হুঁশিয়ারি

গাজায় বিপর্যয়, জাতিসংঘের হুঁশিয়ারি

এক দশকের বেশি সময় ইসরায়েল অবরোধ দিয়ে রেখেছে —এএফপি।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর এর বিরুদ্ধে  হুঁশিয়ারি  উচ্চারণ  করেছে জাতিসংঘ। এক দশকের বেশি সময় ধরে গাজার ওপর অর্থনৈতিক অবরোধ দিয়ে রেখেছে ইহুদিবাদী ইসরায়েল। জাতিসংঘের উন্নয়কবিষয়ক সংস্থা আংটাডের উপপ্রধান ইসাবেলা ডুরান্ট বুধবার বলেছেন, গাজা উপত্যকা দিন দিন বসবাসের অনুপযুক্ত হয়ে উঠছে। জাতিসংঘের এ সংস্থা তাদের বার্ষিক রিপোর্টে বলেছে, ফিলিস্তিনি ভূখণ্ডে ২০১৭ সালে গড়পড়তা বেকারত্বের হার বেড়ে শতকরা ২৭ ভাগে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু গাজা উপত্যকায়  শতকরা ৪৪ ভাগ। বেকারত্বের এই হার বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি। আংটাড তাদের রিপোর্টে বলেছে, ইসরায়েল যে অবরোধ দিয়ে রেখেছে তাতে সবচেয়ে  বেশি ক্ষতিগ্রস্ত  হয়েছে  নারী ও শিশুরা। এ ছাড়া ৩০ বছরের ভিতরে যেসব ফিলিস্তিনি তরুণ রয়েছে তাদের শতকরা ৫০ ভাগের কোনো কাজ নেই। আংটাড বলছে, ফিলিস্তিনিদের চলাচলের ওপর তেলআবিব  বিধিনিষেধ আরোপ

করার ফলে সেখানে মানুষের ভোগান্তি চরমে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, এ সমস্যা সমাধান একমাত্র করতে পারে যুক্তরাষ্ট্র। কিন্তু দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রতি পুরো পক্ষপাতদুষ্ট। শুধু গাজা নয় পুরো ফিলিস্তিনে বিপর্যয় নেমে এলেও এর সঠিক সমাধান তিনি করবেন না।

সর্বশেষ খবর