মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
খাশোগির শেষ কথা

আমি শ্বাস টানতে পারছি না

‘আমি শ্বাস টানতে পারছি না’, ‘আমি শ্বাস টানতে পারছি না’, ‘আমি শ্বাস টানতে পারছি না’। তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের কনস্যুলেটে দেশটির ঘাতক দলের হাতে খুন হওয়ার আগে এই ছিল সাংবাদিক জামাল খাশোগির শেষ কথা। যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যার সময়ের রেকর্ডের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়, খাশোগির যন্ত্রণাময় শেষ মুহূর্তে তিনি আরবি ভাষায় কথা বলছিলেন। সেই রেকর্ড ইংরেজিতে অনুবাদ করে প্রকাশ করেছে সিএনএন। সূত্রের ভাষ্য, প্রতিলিপি থেকে এটা স্পষ্ট, গত ২ অক্টোবর খাশোগিকে মোটেই যেনতেনভাবে হত্যা করা হয়নি। তাকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। খাশোগি খুনের রোমহর্ষক বিবরণ ওই সূত্রের ভাষ্যে উঠে এসেছে। সূত্রের ভাষ্য, হত্যাকারীদের সঙ্গে খাশোগির ধস্তাধস্তি হয়েছে। তিনি প্রাণপণ লড়েছেন। একপর্যায়ে তিনি বলেছেন, ‘আমি শ্বাস টানতে পারছি না’। তিনবার এই কথা বলেন খাশোগি। এটাই ছিল খাশোগির শেষ কথা। তদন্তের প্রতিলিপির টীকায় উল্লেখ করা হয়েছে, করাত দিয়ে খাশোগির শরীর কেটে টুকরো টুকরো করা হয়। হত্যা বা কাটাকাটির শব্দ আটকাতে হত্যাকারীদের গান শুনতে পরামর্শ দেওয়া হয়েছিল। তদন্তের প্রতিলিপির বরাতে সূত্রের ভাষ্য, ঘটনাস্থল (সৌদি কনস্যুলেট) থেকে একাধিকবার ফোন করা হয়েছে। ফোনে হত্যাকাণ্ডের অগ্রগতির বিষয়ে জানানো হয়। তুর্কি কর্মকর্তাদের ধারণা, রিয়াদে কোনো বড় কর্তার কাছে এই ফোন করা হয়। এ খুনের তীর সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দিকে।

তুরস্কের অনুরোধ সৌদি আরবের ‘না’ : খাশোগি খুনের ঘটনায় সাবেক দুই ঊর্ধ্বতন সৌদি কর্মকর্তার বিরুদ্ধে তুরস্ক গ্রেফতারি পরোয়ানা জারি করলেও তাদের হস্তান্তর করা হবে না বলে জানিয়েছে সৌদি আরব। রবিবার রিয়াদে এক সংবাদ সম্মেলনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর এ কথা জানিয়েছেন বলে খবর রয়টার্সের। সৌদি ক্রাউন প্রিন্সের শীর্ষ সহযোগী সৌদ আল কাহতানি ও বৈদেশিক গোয়েন্দা বিষয়ক উপপ্রধান জেনারেল আহমেদ আল আসিরি খাশোগি খুনের পরিকল্পনাকারীদের মধ্যে ছিলেন তা সন্দেহ করার মতো যথেষ্ট তথ্য আছে। সিএনএন

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর