শুক্রবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আইএসের ‘শেষ ঘাঁটি’তে চূড়ান্ত আঘাতের প্রস্তুতি

সিরিয়ার উত্তরাঞ্চলে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ‘শেষ ঘাঁটি’ থেকে বেশিরভাগ বেসামরিক নাগরিকই বেরিয়ে এসেছেন। গতকালই শেষ বেসামরিকরাও গ্রামটি ছেড়েছেন বলে প্রত্যাশা করছে সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স (এসডিএফ)। মার্কিন সমর্থিত এ বাহিনী কয়েক সপ্তাহ ধরে ইরাক সীমান্তবর্তী বাঘৌজের চারপাশ ঘিরে রেখেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এলাকার সাধারণ মানুষ বেরিয়ে এলেই গ্রামটির ভিতরে থাকা জঙ্গিদের বিরুদ্ধে চূড়ান্ত অভিযান শুরু হবে। বাঘৌজের পতন হলে সিরিয়ায় ৮ বছর ধরে চলা গৃহযুদ্ধ নতুন একটি পর্বে উন্নীত হবে বলে ধারণা করছেন পর্যবেক্ষকরা। এদিকে ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশের সর্বশেষ ঘাঁটি থেকে বহু উগ্র আইএস জঙ্গিকে সরিয়ে নিয়েছে আমেরিকা।

সর্বশেষ খবর