বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

প্রতিনিধি পরিষদে ট্রাম্পের ‘জরুরি অবস্থা’ নাকচ

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে জরুরি অবস্থা জারি করেছেন তার বিপক্ষে অবস্থান নিয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। মঙ্গলবার ডেমোক্রেট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে জরুরি অবস্থা তুলে নেওয়া সংক্রান্ত একটি বিল ২৪৫-১৮২ ভোটে গৃহীত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বেশ কজন রিপাবলিকান সিনেটর জরুরি অবস্থা বাতিলের প্রস্তাব সম্বলিত বিলটির পক্ষে অবস্থান নেওয়ায় রিপাবলিকান নিয়ন্ত্রিত উচ্চকক্ষ সিনেটেও বিলটি পাস হওয়ার সম্ভাবনা আছে। কংগ্রেসের দুই কক্ষে পাস হলেও বিলটি খারিজে ভেটো দেওয়ার ক্ষমতা থাকছে প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে। প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ বা তার বেশি ভোটের ব্যবধানে জয়ী বিলের ক্ষেত্রেই কেবল প্রেসিডেন্টের ভেটো প্রয়োগের সুযোগ থাকে না। ডেমোক্রেট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে জরুরি অবস্থাবিরোধী বিলটি পাস হবে, এটি অনুমিতই ছিল। যদিও স্পিকার ন্যান্সি পেলোসি যে ব্যবধানে জয়লাভের প্রত্যাশা করেছিলেন, রিপাবলিকানদের মধ্যে মাত্র ১৩ জন জরুরি অবস্থার বিরুদ্ধে যাওয়ায় তা পূরণ হয়নি। ভোটের আগে প্রতিনিধি পরিষদের বিতর্কে বিলটির প্রধান পৃষ্ঠপোষক ডেমোক্রেট আইনপ্রণেতা জোয়াকিন ক্যাস্ত্রো বলেন, ‘সীমান্তে কোনো ধরনের জরুরি অবস্থা বিরাজ করছে না। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের হারও চার দশকের মধ্যে সবচেয়ে কম।’

সর্বশেষ খবর