বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা
নাইজেরিয়ায় ভবন ধস

শতাধিক শিশু চাপা পড়ার শঙ্কা

নাইজেরিয়ার লাগোসে একটি স্কুল ভবন ধসে অন্তত আটজন শিশু প্রাণ হারিয়েছে। আটকা পড়েছে আরও শতাধিক শিশু। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত ছবিতে ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকর্মীদের কয়েকটি শিশুকে বের করে আনতে দেখা যায়। ভবনটি ধসে পড়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানায়, গতকাল দুপুর পর্যন্ত ৪০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় বুধবার সকাল ১০টার দিকে ভবনটি ধসে পড়ে বলে জানান ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির মুখপাত্র ইব্রাহিম ফারিনলোই। তিনি জানান, ‘শিশুসহ অনেক মানুষ ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।’

 তিনি আরও জানান, ভবনটি তিন তলা। এটি মূলত একটি আবাসিক ভবন। ওপরের তলায় প্রাথমিক বিদ্যালয়। সে সময় সেখানে ক্লাস হচ্ছিল। এর আগে ২০১৬ সালে নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় শহর উইওতে এক গির্জার ছাদ ধসে পড়ায় ১০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল।

সর্বশেষ খবর